রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

Looks like you've blocked notifications!
কমলাপুর রেলওয়ে থানা। এনটিভির ফাইল ছবি

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় মো. বাবু নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৮ মে) বিকেল ৪টা ৫৮ মিনিটের দিকে কুড়িল বিশ্বরোড সংলগ্ন রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবু ভোলা জেলার লালমোহন উপজেলার বালুরচর গ্রামের মৃত মফিজুল হকের ছেলে। তিনি ঢাকায় গুলশানের কালাচাঁদপুরে থাকতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আলী আকবর। তিনি বলেন, “বৃহস্পতিবার (১৮ মে) কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনে বিকেল ৪টা ৫৮ মিনিটে কুড়িল বিশ্বরোড সংলগ্ন রেল লাইনে দুর্ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৫টায় তার মরদেহ উদ্ধার করা হয়।”

মো. আলী আকবর বলেন, “আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।”