রাজধানীতে দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ছাত্রী নিহত : বাসের চালক ও হেলপার গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
রাজধানীতে বিশ্ববিদ্যালয়ছাত্রী নিহত হওয়ার ঘটনায় আটক বাসের চালক ও হেলপার। ছবি : এনটিভি

রাজধানীর যমুনা ফিউচার পার্কের কাছে বাসচাপায় নর্দান ইউনিভার্সিটির এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ঘাতক বাসটির চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাসচালক মো. লিটন (৩৮) ভোলা জেলার ইলিশা ইউনিয়নের বাসিন্দা ও হেলপার আবুল খায়ের (২২) একই জেলার বিদুরিয়া এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (গুলশান) মো. আবদুল আহাদ জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটিও জব্দ করেছে পুলিশ।

এর আগে গতকাল রোববার রাজধানীর যমুনা ফিউচার পার্কের কাছে মোটরসাইকেল আরোহী নর্দান ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী নাদিয়াকে (২৪) বাসটি ধাক্কা দিলে তিনি মারা যান।

এ ঘটনায় সড়ক পরিবহণ আইন-২০১৮-এর অধীনে ভাটারা থানায় একটি মামলা করা হয়েছে।