রাজধানীতে পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে খুনের ঘটনায় মামলা

Looks like you've blocked notifications!
রাজধানীর পল্লবী থানা। ফাইল ছবি

রাজধানীর মিরপুর-১১ এর লালমাটিয়া টেম্পোস্ট্যান্ড দিয়ে সোমবার রাত ১০টার দিকে হেঁটে যাচ্ছিলেন পোশাক শ্রমিক রায়হান (২৬)। হঠাৎ এক যুবক এসে রায়হানের বুকে ছুরি মেরে দৌঁড়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে রায়হান মাটিতে লুটিয়ে পড়েন।

পরে রায়হানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে একটি হত্যা মামলা করেন রায়হানের বাবা মো. রাজু মিয়া। মামলার এজাহারে আজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

বিকেলে মামলার হওয়ার বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, ‘প্রথমে রায়হানের পরিবারের ধারণা ছিল, ছিনতাইকারীর ছুরিকাঘাতে তাঁর মৃত হয়েছে। কিন্তু, সিসি ক্যামেরার ফুটেজ দেখে মনে হয়েছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এক যুবক এসে রায়হানকে ছুরি মেরে দৌঁড়ে চলে গেলেন। রায়হানের কাছে যা ছিল, তার সবই আমরা উদ্ধার করেছি। মোবাইল ও মানিব্যাগসহ সবই আমরা পেয়েছি। তবে, কী কারণে এ হত্যাকাণ্ড তা এখনও আমরা জানতে পারিনি। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।’

এদিকে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে বলেন, ‘রায়হানকে আহত অবস্থায় ঢামেকের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। রায়হানের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।’

ওসি পারভেজ ইসলাম বলেন, ‘লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। আসামিকে ধরতে আমাদের অভিযান চলছে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা সিসি ক্যামেরার ফুটেজ দেখে আমরা আসামি শনাক্তের চেষ্টা করছি। পূর্বশত্রুতার কারণে এ হত্যাকাণ্ড ধরে নিয়ে আমরা সামনে এগোচ্ছি।’

জানা গেছে, রায়হান মাদারীপুর জেলার শিবচর উপজেলার দ্বিতীয়খণ্ড গ্রামের রাজু মিয়ার ছেলে। বর্তমানে মিরপুর ১১ নম্বরে থাকতেন এবং মিরপুর ১৩ নম্বর সেকশন এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন।