রাজধানীতে হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল, পুলিশি বাধার অভিযোগ

Looks like you've blocked notifications!
পল্টন মোড়ে বিক্ষোভ মিছিলে পুলিশি বাধা। ছবি : ফোকস বাংলা

জ্বালানি তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের মূল্য ও পরিবহন ভাড়া কমানোর দাবিতে আজ বৃহস্পতিবার সারা দেশে অর্ধদিবস হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট। রাজধানীতে বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে জোটের নেতাকর্মীরা। তাঁরা সকালে রাজধানীর কাঁটাবন, শাহবাগ, পল্টনসহ বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল বের করেন। হরতালের সমর্থনে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর এমন একটি বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। যদিও পুলিশ তা অস্বীকার করেছে।  

অভিযোগ বলছে, আজ বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ মোড়ে সকাল পৌনে ৯টার দিকে মিছিলে পুলিশের বাধা দেওয়ার ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। এ ঘটনায় একজন আহতও হয়েছেন। 

জানা গেছে, হরতালের সমর্থনে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর বিক্ষোভ মিছিল কাঁটাবন এলাকা থেকে সকাল পৌনে ৯টার দিকে শাহবাগ মোড়ের আসে। সেখানে অর্ধ শতাধিক পুলিশ সতর্ক অবস্থানে ছিল। মিছিলটি শাহবাগ মোড়ে গেলে পুলিশ তাদের বাধা দেয়। সে সময় ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। 

পুলিশ মিছিলকে ছত্রভঙ্গ করে দেওয়ার সময় পুলিশের আঘাতে রাফিল নামের এক বিক্ষোভকারী সেখানে বসে পড়েন। জানা গেছে, রাফিল ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগরের স্কুলছাত্রবিষয়ক সম্পাদক। 

বাধার মুখে বিক্ষোভকারী ফিরে যান বলে জানা যায়। পরে রাফিল গণমাধ্যমকে বলেন, ‘পুলিশ তাঁদের মিছিলে বাধা দিলে ধাক্কাধাক্কি শুরু হয়। পুলিশ সবাইকে লাথি মারা শুরু করে। আমার বাঁ পায়ে একাধিক লাথি লাগে।’

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদা বলেন, ‘সড়ক বন্ধ করে বিক্ষোভ করতে নিষেধ করা হয়। তবে, কোনো মারধরের ঘটনা ঘটেনি।’