রাজধানীর ওয়ারীর আগুন নিয়ন্ত্রণে

Looks like you've blocked notifications!
প্রতীকী ছবি

রাজধানীর ওয়ারী পুলিশ ফাঁড়ির বিপরীত দিকের একটি ভবনে আগুন লাগে। গতকাল সোমবার (১৭ এপ্রিল) দিনগত রাত ১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রতিষ্ঠানটির ৯ ইউনিটের চেষ্টায় রাত ২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) ভোরে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) মো. আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্তারুজ্জামান বলেন, ‘পাশের একটি ট্রান্সফরমার ব্লাস্ট হলে আগুনের সৃষ্টি হয়। সেখান থেকে বেবিশপ নামের দোকানে আগুন লাগে। প্রথম ও দ্বিতীয় তলায় ছিল বেবিশপ শোরুম। এর ওপরের তলার ফ্ল্যাটগুলো ছিল আবাসিক। ওই ভবনের কোনো ক্রটি ছিল কি—না তা তদন্ত করার পর জানানো হবে। এছাড়া কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও বলা যাচ্ছে না।’

বেশ কয়েক দিন ধরেই রাজধানীতে আগুনের ঘটনা ঘটছে। গত ৪ এপ্রিল আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঢাকার বঙ্গবাজার। গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) পুরান ঢাকার নবাবপুর রোডে আগুন লেগে পুড়ে যায় ২০টি গুদাম। আর শনিবার (১৫ এপ্রিল) ভোরে আগুন লাগে ঢাকা নিউমার্কেটের পাশে নিউ সুপার মার্কেটে। এতে পুড়ে যায় আড়াই শতাধিক দোকান।