রাজধানীর বাতাস আজও অস্বাস্থ্যকর

Looks like you've blocked notifications!
ঢাকার বায়ু দূষণের পুরোনো ছবি রয়টার্স থেকে নেওয়া

রাজধানী ঢাকার বাতাসের মান আজ রোববার (১২ ফ্রেব্রুয়ারি) কিছুটা উন্নত হলেও অস্বাস্থ্যকর। গত কয়েক দিন ধরে যা দূষণের শীর্ষস্থানে ছিল। আজ ১৯০ স্কোর নিয়ে বায়ু দূষণে শীর্ষস্থানে আছে পাকিস্তানের লাহোর। আর ১৭৪ স্কোর নিয়ে ঢাকা রয়েছে তালিকার ষষ্ঠ স্থানে। 

আজ সকাল আটটায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই-বায়ুর মান সূচক) থেকে এই তথ্য জানা গেছে।

একিউআই বলছে, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে আছে মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটোর (স্কোর ১৮১)। আর ১৮০ স্কোর নিয়ে তৃতীয় স্থানে আছে ভারতের মুম্বাই। 

ঢাকায় এ বছরের জানুয়ারি মাসে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে কেটেছে নগরবাসীর জীবন। এ মাসে মোট ৯ দিন রাজধানীর বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।