রাজশাহীতে আবাসিক হোটেলে নারী হত্যাকাণ্ডে গ্রেপ্তার ১

Looks like you've blocked notifications!
রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকায় আবাসিক হোটেলে জয়নব বেগমকে হত্যার অভিযোগে গ্রেপ্তার নাটোর সদরের আগদিঘা গ্রামের মিঠুন। ছবি : এনটিভি

রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকার একটি আবাসিক হোটেলে জয়নব বেগম হত্যার রহস্য ২৪ ঘণ্টার মধ্যে উদঘাটন করেছে পুলিশ। সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত মিঠুন আলীকে শনাক্ত করার পর নাটোর থেকে তাকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

পুলিশ কমিশনার বলেন, নাটোর সদর উপজেলার মিঠুন আলীর সঙ্গে একই উপজেলার জয়নব বেগমের প্রেমের সম্পর্ক ছিল। জয়নব বিয়ের জন্য চাপ দিলে মিঠুন গত রোববার সকালে তাকে নিয়ে রাজশাহী শহরের লক্ষ্মীপুর এলাকার ড্রিম হ্যাভেন হোটেলের ৪০৩ নম্বর কক্ষ স্বামী-স্ত্রীর মিথ্যা পরিচয় দিয়ে ভাড়া নেন। দুপুরে বালিশ চাপা দিয়ে জয়নবকে হত্যার পর মিঠুন পালিয়ে যান। হোটেলের রেজিস্ট্রারে তারা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মিথ্যা ঠিকানা ব্যবহার করেন। পরে সাইবার ক্রাইম ইউনিট তথ্যপ্রযুক্তির সহায়তায় মিঠুন ও জয়নবের ঠিকানা শনাক্ত করে। রাজপাড়া থানা পুলিশ নাটোর সদরের আগদিঘা গ্রাম থেকে গতকাল সোমবার রাতে মিঠুনকে গ্রেপ্তার করে।