রাজশাহীর আম পাড়া শুরু শুক্রবার থেকে

Looks like you've blocked notifications!
রাজশাহীর আম বাজারে আসবে আগামীকাল ১৩ মে থেকে। ছবি : এনটিভি

রাজশাহীতে জাতভেদে আম পাড়ার তারিখ নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন। নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম বাজারজাত নিশ্চিত করতে স্থানীয় আমচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে আজ বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ মে থেকে আগামী ২০ আগস্ট পর্যন্ত জাতভেদে আম বাজারজাতকরণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

আজ বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম বলেন, আমচাষিরা ১৩ মে থেকে সব ধরনের গুটি আমগাছ থেকে নামাতে পারবেন।

এ ছাড়া ২০ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রাণীপছন্দ ও লক্ষ্মণভোগ, ২৮ মে থেকে হিমসাগর, ৬ জুন থেকে ল্যাংড়া, ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি, ১০ জুলাই থেকে আশ্বিনা ও বারী আম-৪, ১৫ জুলাই থেকে গৌড়মতি এবং ২০ আগস্ট থেকে ইলামতি জাতের আম গাছ থেকে নামানো যাবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আবহাওয়া, তাপমাত্র, বৃষ্টিপাতসহ কোনো কারণে আম নামানোর তারিখ পরিবর্তন করতে হলে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের পূর্বানুমতি নিতে হবে। আর এই আদেশ বাস্তবায়নে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে আমবাগানগুলোতে কঠোর নজদারি রাখতে বলা হয়েছে।

রাজশাহী কৃষি বিভাগের দেওয়া তথ্যমতে, জেলায় এ বছর ১৮ হাজার ৫১৫ হেক্টর জমিতে আম চাষ হয়েছে।