রাত থেকে মোংলা বন্দরসহ সারা দেশে নৌ-শ্রমিকদের কর্মবিরতি

Looks like you've blocked notifications!
মোংলায় কর্মবিরতির আগে বন্ধ হচ্ছে নৌযান। ছবি : এনটিভি

মোংলা বন্দরসহ সারা দেশে আজ শনিবার রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হচ্ছে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের ডাকে দেশের প্রায় ২০ হাজার নৌযানের দুই লাখেরও বেশি শ্রমিক এ কর্মবিরতি পালন করবেন।

এতে মোংলা বন্দরের বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য পরিবহণের কাজ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে সারা দেশে নৌযান পরিবহণও স্থগিত হয়ে যাবে। যার প্রভাব পড়বে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যসহ নিত্যপণ্যের বাজারে।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় (ঢাকা) সভাপতি মো. শাহ আলম শনিবার সন্ধ্যা ৭টার দিকে জানান, মজুরি বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে প্রায় এক বছর সরকারসহ মালিকপক্ষের সঙ্গে দফায় দফায় দাবি উত্থাপন ও আন্দোলনের কর্মসূচি পালন করা হয়েছে। সর্বশেষ গত শুক্রবার ঢাকায় সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। ১০ দফার মধ্যে বৈঠকে অন্তত মজুরি বৃদ্ধির ঘোষণার দাবি জানানো হলেও সরকার ও মালিকপক্ষ তা মেনে নেননি। তারা এক মাসের সময় চেয়েছেন। কিন্তু এক মাসের সময় দেওয়ার বিষয়ে শ্রমিকেরা একমত হননি। ফলে শনিবার দিনগত রাত ১২টা ১ মিনিট থেকে সারা দেশে কর্মবিরতি পালন শুরু করবেন নৌযান শ্রমিকরা। 

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা শাখার সহসভাপতি মো. মাইনুল হোসেন মিন্টু বলেন, ‘১০ দফা দাবি আদায়ের লক্ষে গত ১৯ নভেম্বর মোংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে সরকার এবং মালিকপক্ষকে আল্টিমেটাম দেওয়া হয়েছিল। দাবি বাস্তবায়ন না করায় আমরা শনিবার দিবাগত রাত থেকে মোংলা বন্দরসহ সারা দেশে লাগাতার কর্মবিরতি পালন শুরু করব।