রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রে ফের উৎপাদন শুরু

Looks like you've blocked notifications!
জাহাজে করে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লা আসছে চট্টগ্রাম বন্দরে। ছবি : এনটিভি

ফের উৎপাদনে গেছে রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রটি। গত মঙ্গলবার (১৬ মে) রাতে বিদ্যুৎ উৎপাদন শুরু করে এ কেন্দ্রটি। ইতোমধ্যেই কেন্দ্রটিতে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ হয়েছে জাতীয় গ্রিডে।

বন্ধ থাকার মধ্যেই গত ১৩ মে আমদানি করা কয়লার ৯ হাজার মেট্রিক টন জ্বালানি কয়লা চট্টগ্রাম বন্দর থেকে লাইটারেজে করে আসে কেন্দ্রটিতে। এরপর পর্যায়ক্রমে আসে আরও ১০ হাজার ২০০ মেট্রিক টন। এরপর বাকি ৩০ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এম ভি বসুন্ধরা ইমপ্রেস গতকাল বুধবার মোংলা বন্দরে ভিড়েছে। বন্দর চ্যানেলে থাকা এ জাহাজটি থেকে লাইটারে করে খালাস হওয়া কয়লা নেওয়া হচ্ছে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে। জেটি থেকে লাইটারেজের কয়লা সংরক্ষণ করা হচ্ছে কেন্দ্রটির গোডাউনে। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা এ কয়লা আসা বন্ধ থাকার ২৩ দিনের মাথায় ফের চালু হয়েছে বিদ্যুৎকেন্দ্রেটি।

এর আগে গত ২৩ এপ্রিল কয়লা সংকটে বন্ধ হয়ে যায় রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন। কয়লা সংকট ও যান্ত্রিক ত্রুটিতে এর আগেও কয়েক দফায় বন্ধ থাকে এ কেন্দ্রটির উৎপাদন।

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ডিজিএম মো. আনোয়ারুল আজিম বলেন, ‘মঙ্গলবার রাতে ফের উৎপাদন শুরু হয়েছে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে। এ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ ইতোমধ্যেই জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।’