রাষ্ট্রপতি হিসেবে শেষ‌ ঈদের জামাত আদায় করলেন আবদুল হামিদ

Looks like you've blocked notifications!

দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে শেষ ঈদের জামাত আদায় করেছেন মো. আবদুল হামিদ। আজ শনিবার (২২ এপ্রিল) সকালে জাতীয় ইদগাহ মাঠে পৌঁছালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে স্বাগত জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এদিন সকাল ৮টা ৫৫ মিনিটে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ঈদের প্রধান জামাত। মোনাজাতে গুনাহ থেকে মুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। নামাজ শেষে মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এদিকে বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতি হিসেবে শেষবারের মতো ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এতে অংশ নেবেন সিনিয়র রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সব শ্রেণি-পেশার মানুষ।

এর আগে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে বঙ্গভবনে সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর সংক্ষিপ্ত ভাষণ দেবেন তিনি।