রাস্তার পাশে পড়ে ছিল ব্যাগভর্তি গুলির খোসা

Looks like you've blocked notifications!
নওগাঁর মান্দা উপজেলায় শপিং ব্যাগের মধ্যে ১৩৭টি গুলির খোসা। ছবি : এনটিভি

নওগাঁর মান্দা উপজেলায় একটি শপিং ব্যাগের ভেতর থেকে ১৩৭টি গুলির খোসা পাওয়া গেছে। উপজেলার নীলকুঠি মোড়ের পাশে পড়ে থাকা লাল রঙের ওই শপিং ব্যাগের ভেতর থেকে গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে গুলির খোসাগুলো পাওয়া যায়।

মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাহাদৎ হোসেন বলেছেন, ‘স্থানীয় পথচারীরা শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে নীলকুঠি মোড়ের পাশে পড়ে থাকা একটি লাল রঙের শপিং ব্যাগে গুলির খোসাগুলো দেখতে পেয়ে থানায় ফোন দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো থানায় নিয়ে যায়।’

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে রাস্তার পাশে জঙ্গলের মধ্যে পড়ে থাকা অবস্থায় একটি লাল রঙের শপিং ব্যাগের ভেতর থেকে ৭.৬২ মডেলের ১৩৭টি গুলির খোসা উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।’ এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।