রিকশাচালককে মারধর করা সেই আইনজীবীকে নোটিশ

Looks like you've blocked notifications!
যশোর আদালতের সামনে এক রিকশাচালককে মারধর করছেন আইনজীবী আরতি রানী ঘোষ। ছবি : ভাইরাল ভিডিও থেকে নেওয়া

আইনজীবীদের কালো গাউন পরা অবস্থায় রিকশাচালককে প্রকাশ্যে মারধরের ঘটনায় অ্যাডভোকেট আরতি রানী ঘোষকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে যশোর জেলা আইনজীবী সমিতি। আজ মঙ্গলবার সকালে যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মোর্তজা স্বাক্ষরিত ওই নোটিশ আরতি রানীর বাড়িতে পাঠানো হয়।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মোর্তজা এ ব্যাপারে বলেন, সমিতির গঠনতন্ত্র অনুযায়ী আইনজীবীদের গাউন পরা অবস্থায় একজন রিকশাচালককে প্রকাশ্যে মারধর করা আইনজীবীদের জন্য মর্যাদাহানিকর। তাই এ ব্যাপারে বক্তব্য উপস্থাপনের জন্য আরতি রানী ঘোষকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে আগামী তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

গত রোববার (৭ মে) দুপুরে যশোর জেলা আদালতের সামনে ফুটপাতে এক রিকশাচালককে মারধর করেন আইনজীবী আরতি রানী ঘোষ। অনেকেই তাঁকে নিবৃত করার চেষ্টা করে ব্যর্থ হন।

মারধরের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নেটিজেনরা এ ঘটনায় ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া জানান।