রিফিউজি কলোনির জমি দখলদারমুক্ত করার নির্দেশ

Looks like you've blocked notifications!
বরিশাল নগরীর আলেকান্দায় রিফিউজি কলোনি পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. আতিকুল হক। ছবি : এনটিভি

ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীন নগরীর আলেকান্দার রিফিউজি কলোনির জমি অবৈধ দখলদারমুক্ত করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. আতিকুল হক রিফিউজি কলোনি পরিদর্শন শেষে জেলা প্রশাসনকে ওই জমি অবৈধ দখলদারমুক্ত করে উদ্ধারে কঠোর নির্দেশনা দিয়েছেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, নগরীর আলেকান্দার রিফিউজি কলোনির ৭ দশমিক ৮০ একর জমির বেশিরভাগই অবৈধ দখলদারদের দখলে চলে গেছে। এ ছাড়া সেখানকার বেশ কয়েকটি পুকুর ভরাট করে ভূমিদস্যুরা অবৈধভাবে বাসস্থান গড়ে পরিবেশ বিপর্যয় করেছে। সম্প্রতি বিষয়টি দৃষ্টিগোচর হওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. আতিকুল হক পরিদর্শনে এসে দ্রুত সময়ের মধ্যে ওই জমি অবৈধ দখলদারমুক্ত করতে সংশ্লিষ্টদের নিদের্শনা দেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আরাফাত হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস জানিয়েছেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. আতিকুল হকের নিদের্শনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যেই ওই জমি অবৈধ দখলদারমুক্ত করতে অভিযান পরিচালনা করবে জেলা প্রশাসন।