রেমিট্যান্সে নগদ প্রণোদনা বৃদ্ধির সার্কুলার জারি

Looks like you've blocked notifications!

বৈধপথে রেমিট্যান্স পাঠানোর বিপরীতে প্রণোদনা বা নগদ সহায়তার হার বাড়ানোর জন্য ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

আজ রোববার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে দেশের সব তফসিলি ব্যাংকে এ সংক্রান্ত সার্কুলার পাঠানো হয়েছে।

এর আগে গতকাল শনিবার বাংলাদেশে প্রবাসীদের বৈধ পথে পাঠানো রেমিটেন্সের প্রণোদনা বাড়ানোর ঘোষণা দেয় অর্থ মন্ত্রণালয়।

সার্কুলারে বলা হয়, জনমানুষের সার্বিক জীবনমান উন্নয়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, মানিলন্ডারিং প্রতিরোধ, কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিদেশে কর্মরত বাংলাদেশিদের কষ্টার্জিত আয় বৈধ উপায়ে দেশে পাঠানোয় উৎসাহ দিতে রেমিট্যান্সে ২ শতাংশ প্রণোদনা বা নগদ সহায়তা দেওয়ার বিদ্যমান হার বাড়িয়ে ২ দশমিক ৫০ শতাংশ করেছে সরকার। বর্ধিত এ হার ২০২২ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। রেমিট্যান্স পাঠানোর বিপরীতে প্রণোদনা বা নগদ সহায়তা সংক্রান্ত ইতোপূর্বে ইস্যুকৃত ধারাবাহিকতায় জারিকৃত সার্কুলার, পত্রগুলোর অপরাপর নির্দেশনাও যথারীতি বলবৎ থাকবে। সংশ্লিষ্ট সব পক্ষকে এ বিষয়ে অবহিতকরণের জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।

২০১৯-২০ অর্থবছরে পাঠানো রেমিট্যান্সের বিপরীতে প্রথমবারের মতো ২ শতাংশ হারে প্রণোদনা প্রদানের সিদ্ধান্ত নেয় সরকার। এই সহায়তার কারণে প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর পরিমাণ বৃদ্ধি পেয়ে ২০১৯-২০ অর্থবছরে ১৮ দশমিক ২০ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স আহরিত হয়। যা ২০১৮-১৯ অর্থবছরের আহরিত রেমিট্যান্সের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি। এ ছাড়া ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স আহরণের পরিমাণ ছিল ২৪ দশমিক ৮০ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০১৯-২০ অর্থবছরের আহরিত রেমিট্যান্সের তুলনায় প্রায় ৩৬ শতাংশ বেশি।