রোমানিয়া থেকে ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক দেশে ফিরছেন বুধবার
রোমানিয়া থেকে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের ২৮ নাবিক আগামীকাল বুধবার দেশে ফিরছেন। তার্কিশ এয়ারে তারা কাল বুধবার বেলা ১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবেন।
নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করে জানান, রোমানিয়ার দূতাবাস ২৮ নাবিকের টিকিট নিশ্চিত করে আমাদের অবহিত করেছে। ফ্লাইট সিডিউল অনুযায়ী আগামীকাল বুধবার বেলা ১টা ৫৫ মিনিটের দিকে দেশে নামবেন তাঁরা।
২৮ নাবিকের দেশে ফেরা নিশ্চিত হলেও ইউক্রেনে জাহাজে নিহত ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মৃতদেহ এখনই দেশে আনা সম্ভব হচ্ছে না। তার মৃতদেহ ইউক্রেনে ফ্রিজিং করে রাখা হয়েছে।
যুদ্ধকবলিত ইউক্রেনের অলভিয়া বন্দরে ২৯ জন নাবিক নিয়ে আটকা পড়েছিল জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। বাংলাদেশ শিপিং করপোরেশনের এই জাহাজটি গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছে। গত ২ মার্চ ইউক্রেনে বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। পরদিন ৩ মার্চ অক্ষত অবস্থায় জাহাজটি থেকে ২৮ নাবিককে সরিয়ে নেওয়া হয়।