রোহিঙ্গানেতা মহিবুল্লাহ হত্যার আসামি জকোরিয়া কারাগারে মৃত

Looks like you've blocked notifications!
রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ (ইনসেটে) হত্যা মামলার ১৪ নম্বর আসামি মৌলবি জকোরিয়া। ছবি : সংগৃহীত

রোহিঙ্গানেতা মহিবুল্লাহ হত্যা মামলার ১৪ নম্বর আসামি মৌলবি জকোরিয়া চট্টগ্রাম কারাগারে মারা গেছেন। কারা কর্মকর্তারা জানান, গতকাল শনিবার রাতে তিনি অসুস্থ অবস্হায় মারা যান। দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য রোগে আক্রান্ত ছিলেন।

চট্টগ্রাম কারাগারের ডেপুটি জেলার মনির হোসেন জানান, জকোরিয়া কারাগারে অসুস্হ হয়ে পড়লে হাসপাতাল নেওয়ার পর মারা যায়।

কক্সবাজার কারাগারের জেলার কামাল উদ্দিন এনটিভিকে বলেন, ‘কিছুদিন আগে জকোরিয়াকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়েছে। শনিবার অসুস্থ হয়ে পড়লে হাসপাতাল নেয়ার পর তার মৃত্যু হয়।’

২০২১ সালের ২৯ সেপ্টেম্বর কক্সবাজারের উখিয়ার লাম্বাশিয়া ক্যাম্পে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। মহিবুল্লাহ ২০১৯ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে আলোচনায় আসেন। জাতিসংঘের মানবাধিকার সংস্থায় রোহিঙ্গাদের প্রতিনিধিত্বও করেন মহিবুল্লাহ।