রোহিঙ্গা ক্যাম্পে আগুন, অর্ধশতাধিক বসতঘর ভস্মীভূত

Looks like you've blocked notifications!
আগুনে ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের তিনটি লার্নিং সেন্টারসহ অর্ধশতাধিক রোহিঙ্গা বসতি পুড়ে গেছে। ছবি : এনটিভি

কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা গ্রামে অবস্থিত ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক রোহিঙ্গা বসতি ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের লাগোয়া লেদা রোহিঙ্গা ক্যাম্পের একটি অংশে আগুন লাগে।

খবর পেয়ে টেকনাফ ও উখিয়া থেকে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপন করে।

টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী জানিয়েছেন, প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, আগুনে ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটা অংশের তিনটি লার্নিং সেন্টারসহ অর্ধশতাধিক রোহিঙ্গা বসতি সম্পূর্ণ পুড়ে গেছে।

তবে এই আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য সম্পর্কে ক্যাম্প ইনচার্জ কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।