রোহিঙ্গা ক্যাম্পে হামলা আতঙ্কের বিষয় : পররাষ্ট্রমন্ত্রী

Looks like you've blocked notifications!
সিলেটে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠান শেষে সংবাদিকদের সঙ্গে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। ছবি : এনটিভি

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ ও হত্যাকাণ্ড প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রক্রিয়া চলছে; যারা রোহিঙ্গা প্রত্যাবাসন চায় না, যাদের স্বার্থে আঘাত লাগে—তারাই এ অঘটন ঘটাতে পারে। আজ শুক্রবার সিলেটে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানের পর সংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

সিলেট জেলায়  উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত জনসচেতনতায় এ আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ও জালালাবাদ অ্যাসোসিয়েশন।

সংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষের বিষয়ে তিনি বিস্তারিত খোঁজ নিচ্ছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে ও বাইরে আইনশৃঙ্খলা পরিস্থতি উন্নতির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হয়েছে গতকালই। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে আলোচনা হয়েছে যাতে রোহিঙ্গা ক্যাম্প ও ক্যাম্পের বাইরে যাতে আইনশৃঙ্খলার উন্নতি করা যায়। এর পর পরই এমন দুর্ঘটনা—খুবই আতঙ্কের বিষয়। আপনারা জানেন, ওখানে ড্রাগের ব্যবসা হয়। কেউ কেউ তথ্য দিয়েছে—কিছু বন্দুক-টন্দুকও আনাগোনা হয়। আমরা সে বিষয়েও আলোচনা করেছিলাম। আমার প্রস্তাব হলো—রোহিঙ্গা ক্যাম্প ঘিরে মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধে প্রয়োজনে গুলি চালানো উচিত। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তাতে রাজি।’

এ সময় তিস্তার গেট খুলে দেওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্বরাষ্ট্রসচিব ভারতীয় হাইকমিশনের সঙ্গে একাধিক ইস্যু নিয়ে আলাপ করবেন। পানি নিয়ে আগে আমাদের কিছু জানিয়েছিল কি না, আমি জানি না। আমাদের দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক খুবই মধুর। তবে, বিভিন্ন গোষ্ঠী বা ব্যক্তি বিশেষের কারণে সময় সময় ঝামেলা হয়।’