রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার জাপানের

Looks like you've blocked notifications!
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের সঙ্গে আজ বুধবার সচিবালয়ে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। ছবি : সংগৃহীত

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাপান পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের বিদায়ী রাষ্ট্রদূত ইতো নাওকি। আজ বুধবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এই আশ্বাস দেন। এ সময় ইতো নাওকি কক্সবাজারের ক্যাম্পগুলোতে রোহিঙ্গাদের আহার, সুপেয় পানি, চিকিৎসা, শিক্ষা,পয়নিষ্কাশন ব্যবস্থায় সরকারের পদক্ষেপের প্রশংসা করেন। 

প্রতিমন্ত্রী বলেন, ‘ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সারা দেশে ৪১৯টি ইউনিয়নে আনুমানিক ১০ হাজার ঘরবাড়ি এবং ছয় হাজার হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।’ 

প্রায় সাত হাজার আশ্রয়কেন্দ্রে ১০ লাখ মানুষকে নিয়ে আসা হয়েছিল জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ঘূর্ণিঝড় শেষে মধ্যরাত থেকে মানুষ বাড়ি ফিরতে শুরু করে এবং সকালের মধ্যে সবাই আশ্রয়কেন্দ্র ত্যাগ করেন। বাংলাদেশকে দুর্যোগসহনীয় করতে আরও অধিক সংখ্যক ঘূর্ণিঝড় ও বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।’

জাপানের বিদায়ী রাষ্ট্রদূত ঘূর্ণিঝড় সিত্রাং এবং সিলেট বিভাগসহ সারা দেশে সার্বিক বন্যাপরিস্থিতি, উদ্ধার কার্যক্রম, আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের নিকট শুকনো ও রান্না করা খাদ্যসামগ্রী সরবরাহ ইত্যাদি বিষয়ে সরকারের প্রশংসা করেন ।

এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান উপস্থিত ছিলেন।