র‍্যাবের ওপর হামলা : প্যানেল চেয়ারম্যান বজলুর গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
বজলুর রহমান। ছবি : সংগৃহীত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ওপর হামলার অভিযোগে নারায়ণগঞ্জের চনপাড়া একালার কায়েতপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ বজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে তাকে চনপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান। তিনি বলেন, ‘বিকেলে র‍্যাব-১ তাকে গ্রেপ্তোর করেছে।’

র‌্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বলেন, ‘গত ২৮ সেপ্টেম্বর চনপাড়া একালার কায়েতপাড়ায় অভিযানে গেলে র‌্যাবের ওপর হামলার ঘটনা ঘটে। ওই হামলার ঘটনায় বজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।’

র‍্যাব জানিয়েছে, গত ১০ নভেম্বর রাতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সিটি শাহীন নিহত হয়। সিটি শাহীনের সব অপকর্মের সেল্টারদাতা ছিলেন বজলু চেয়ারম্যান। এ ছাড়া র‍্যাবের ওপর হামলার নেতৃত্ব দেন বজলু।

বুয়েট ছাত্র ফারদিন নূর পরশ হত্যার জেরে আলোচনায় এসেছে চনপাড়া বস্তির নাম। জানা গেছে, চনপাড়া বস্তির লোকজন বজলু ও তার লোকদের বিষয়ে ভয়ে মুখ খোলে না। এ বস্তি এলাকায় বজলু যা বলে তাই হয়। বজলুর নামে কেবল রূপগঞ্জ থানাতেই হত্যা, অস্ত্র, মাদকের মামলা মিলিয়ে ১২টি মামলা রয়েছে। অস্ত্র ও খুনের মামলায় একসময়ের জেলখাটা বজলু এখন নাম লিখিয়েছিলেন সমাজের প্রভাবশালী ব্যক্তির খাতায়।