লক্ষ্মীপুরের চরাঞ্চলে শিক্ষার্থীদের স্কুলড্রেস বিতরণ
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরাঞ্চলের দুই শতাধিক শিক্ষার্থীদের মধ্যে স্কুলড্রেস, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণ-পশ্চিম চররমিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব বিতরণ করা হয়।
স্থানীয় আওয়ামী লীগনেতা ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুজ্জাহের সাজু উদ্যোগে এসব এসব সামগ্রী বিতরণ করা হয়। করোনাভাইরাস থেকে সুরক্ষার পাশাপাশি স্কুল থেকে শিক্ষার্থীদের ঝরেপড়া রোধে এবং স্কুলের প্রতি শিশুদের আগ্রহ সৃষ্টির লক্ষ্যেই এই আয়োজন।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আহসান, সহকারী শিক্ষা কর্মকর্তা হরিদাস সরকার, ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম দিদার প্রমুখ।
প্রধান অতিথি আব্দুজ্জাহের সাজু বলেন, ‘করোনাকালীন শিক্ষার্থীদের উৎসাহ দিতে চরাঞ্চলের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানীয় বিত্তবানরা এগিয়ে এলে ঝরেপড়া রোধ সম্ভব। এতে শিক্ষার হার বাড়বে।’