লক্ষ্মীপুরে এবার আ.লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Looks like you've blocked notifications!
লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালত। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে ফেরার পথে বিএনপির ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের ৫৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান। একই ঘটনায় গত শনিবার রামগতি থানায় বিএনপির ১৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন পৌর আওয়ামী লীগের সভাপতি সাঈদ পারভেজ।

আজ বুধবার সকালে আওয়ামী লীগের বিরুদ্ধে করা মামলার তথ্য নিশ্চিত করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান। তিনি বলেন, ‘আদালত মামলাটি আমলে নিয়েছেন। ঘটনাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নোয়ালখালীকে নির্দেশ দেওয়া হয়েছে।’

এ মামলায় যুবলীগ নেতা রাহিদ হাসান, মেজবাহ উদ্দিন হেলাল, রাকিব, সাদ্দাম, সুখী, বিপ্লব, মাহফুজ, জিল্লুসহ ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০ জনকে আসামি করা হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এ বলেন, ‘ঘটনার দিন আওয়ামী লীগের এক নেতা তাঁদের ওপর হামলার ঘটনায় মামলা করেছেন। ওই দিন ঘটনাস্থল থেকে দুজনকে আটকের পর গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’

গত ২৬ মার্চ সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে ফিরছিলেন বিএনপি নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীদের অভিযোগ, বিএনপির ওই মিছিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশালীন স্লোগান দেওয়া হয়। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এতে উভয়পক্ষের ২০ জন আহত হয় বলে নেতারা দাবি করেন।