লক্ষ্মীপুরে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন
লক্ষ্মীপুরে কেক কেটে ও আতসবাজি ফুটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের চকবাজার এলাকায় এ আয়োজন করা হয়।
এ সময় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন নেতাকর্মীরা।
এতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, আওয়ামী লীগনেতা হুমায়ুন কবির পাটওয়ারী, রাসেল মাহমুদ মান্না, সাবেক ছাত্রলীগনেতা চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, রাকিব হোসেন লোটাস, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান, ছাত্রলীগনেতা ইবনে জিসাদ আল নাহিয়ানসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।
এ সময় বক্তারা বলেন, শেখ হাসিনা জনগণের আস্থার প্রতীক। দেশের ক্রান্তিলগ্নে বঙ্গবন্ধুর মতো তিনিও জনগণের পাশে দাঁড়িয়ে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন। তাঁর হাত ধরেই অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ।