লক্ষ্মীপুরে পিকআপ-অটো সংঘর্ষে বৃদ্ধ নিহত
লক্ষ্মীপুরে ইটবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাদশা মিয়া (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আরো ছয়জন আহত হয়। আজ বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতরা হলেন শাহাদাত হোসেন, মো. জুয়েল, মামুনুর রশীদ, বেলাল হোসেন, আজাদ হোসেন ও অটোরিকশার চালক বাশার মিয়া। হতাহতরা রামগতি উপজেলার শিক্ষাগ্রামের বাসিন্দা।
হাসপাতালে চিকিৎসাধীন আহতরা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালের দিকে লক্ষ্মীপুরে জমি রেজিস্ট্রেশন করতে আসে হতাহতরা। সেখান থেকে দুপুরের দিকে তারা অটোরিকশায় ফিরছিল। পথে হঠাৎ তাদের অটোরিকশার সঙ্গে বিপরীত দিকে থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার ছয় যাত্রী ও চালক গুরুতর আহত হয়। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলার সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে নেওয়ার আগেই আহত যাত্রী বাদশা মিয়া মারা যান বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাসির উদ্দিন জানান, দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনার আগেই একজন মারা যান। ছয়জনকে হাসপাতলে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল করিম বলেন, ‘ঘটনার পর পরই পিকআপ চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা যায়নি। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশা ও পিকআপটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’