লক্ষ্মীপুরে বাসায় ঢুকে টাকা ও স্বর্ণালংকার লুট

Looks like you've blocked notifications!
স্টিলের আলমিরার লক ভেঙে স্বর্ণালংকার, টাকা ও ব্যাংক হিসাবের চেক বইসহ বিভিন্ন আসবাবপত্র লুটে নিয়ে যায় দুর্বৃত্তরা। ছবি : এনটিভি

লক্ষ্মীপুরে ভেন্টিলেটর ভেঙে প্রবাসীর বাসায় ঢুকে দুবৃর্ত্তরা তিন ভরি স্বর্ণ ও ৭৫ হাজার টাকাসহ মালামাল লুটে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার দিনগত রাতের কোন এক সময়ে লাহারকান্দি ইউনিয়নের তালহাটি গ্রামের কুয়েত প্রবাসী জাহাঙ্গীর হোসেনের বাসায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার জানায়, শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যায় কুয়েত প্রবাসী জাহাঙ্গীরের স্ত্রী জোৎস্না আক্তার সন্তানদের নিয়ে বাবার বাড়ি লক্ষ্মীপুর পৌরসভার আটিয়াতলি এলাকায় বেড়াতে যায়। রোববার সকালে বাড়ি ফিরে তালা খুলে বাসায় ঢুকে এলোমেলো অবস্থায় মালামাল পড়ে থাকতে দেখেন। তিনি স্টিলের আলমিরা, কাঠের ও প্লাস্টিকের ওয়ারড্রবের তালা ভাঙা অবস্থায় পান। স্টিলের আলমিরার লক ভেঙে তিন ভরি স্বর্ণালংকার, ৭৫ হাজার টাকা, ব্যাংক হিসেবের চেক বইসহ বিভিন্ন আসবাবপত্র লুটে নিয়ে যায়।

জোৎস্না আক্তার বলেন, গেট ও দরজার তালা অক্ষত ছিল। ডাকাতরা ভেন্টিলেটর ভেঙে আমার স্বর্ণালংকার, টাকা ও মালামাল লুটে নিয়েছে।

লাহারকান্দি ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সংঘবদ্ধচক্র ঘটনাটি ঘটিয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানা বলেন, ঘটনাটি শুনেছি। এটি ডাকাতি না চুরি তা বলা যাচ্ছে না। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারকে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।