লক্ষ্মীপুরে লকডাউন কার্যকরে মোড়ে মোড়ে চেকপোস্ট
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারা দেশের মতো লক্ষ্মীপুরেও কঠোরভাবে লকডাউন চলছে। আজ বুধবার সকাল ৬টা থেকে এ লকডাউন শুরু হয়ে চলবে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত।
আজ সকাল থেকে লক্ষ্মীপুরে বন্ধ রয়েছে সরকারি-বেসরকারি কার্যালয়। খাবার ও ওষুধের দোকান ব্যতিত খোলা হয়নি দোকানপাট। তবে তালাবদ্ধ দোকানগুলোর সামনে দোকানিদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
এদিকে, লকডাউন বাস্তবায়নে ও জনগণকে চলাচলে বিধি-নিষেধ মানতে বাধ্য করতে ভোর থেকেই মাঠে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শহরের প্রধান সড়ক ও মোড়ে মোড়ে পুলিশের গোয়েন্দা বিভাগের লোকজনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে। এ সময় লক্ষ্মীপুর চকবাজার এলাকায় বিনাকারণে রাস্তায় বের হওয়ায় কয়েকটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সাময়িক সময়ের জন্য আটকে রাখতে দেখা যায়
চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, করোনাভাইরাস প্রতিরোধে ও সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যেই মাঠে কাজ চলছে। খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধপত্র সরবরাহ ছাড়া কাউকেই এ লকডাউনে চলতে দেওয়া হচ্ছে না।
লক্ষ্মীপুর জেলার সিভিল সার্জন আবদুল গফফার বলেন, ‘ক্রমেই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ জন্য সরকারি নির্দেশনায় সাড়া দিয়ে সবাইকে বাড়িতে অবস্থান করতে হবে। প্রয়োজন না হলে বাইরে বের হওয়া যাবে না। মাস্ক পরে ঘর থেকে বের হতে হবে।’
সবশেষ গতকাল মঙ্গলবারের পরীক্ষার ফলাফলে লক্ষ্মীপুরে ১৬ জনের করোনা পজিটিভ এসেছে। এরমধ্যে সদর উপজেলায় ১০, রামগঞ্জে পাঁচ ও কমলনগরে একজন। করোনা আক্রান্ত ২০৬ জনের মধ্যে ছয়জন সদর হাসপাতাল, একজন ঢাকা হাসপাতালে ও ১৯৬ জনকে হোম আইসোলেটেডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।