লক্ষ্মীপুরে শিশু হত্যার অভিযোগে বাবা আটক

Looks like you've blocked notifications!
শিশু হত্যার ঘটনা জানতে পেরে গতকাল বৃহস্পতিবার রাতে সদর হাসপাতালে যান লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ। ছবি : এনটিভি 

লক্ষ্মীপুরের কমলনগরে রুবেনা আক্তার নামে পাঁচ মাস বয়সী এক শিশুকে হত্যার অভিযোগে তার বাবা রহিম মিঝিকে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (২ মার্চ) দিনগত রাত ৮টার দিকে উপজেলার মতিরহাট-তোরাবগঞ্জ সড়কের হাজিমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত রহিম মিঝির বাড়ি উপজেলার চরকালকিনি ইউনিয়নের চরকালকিনি গ্রামে।

স্থানীয়রা জানান, গতকাল রাতে রুবেনাকে কোলে নিয়ে রহিম ঘর থেকে বের হয়ে দোকানে যায়। সেখানে হঠাৎ তিনি শিশুটিকে মাথার ওপরে তুলে রাস্তায় ছুঁড়ে ফেলেন। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। বিষয়টি জানতে পেরে পুলিশ এসে রহিমকে আটক করে থানায় নিয়ে যায়।

রহিমের চাচাতো ভাই ফরিদ মিঝি বলেন, ‘রহিম মানসিক বিকারগ্রস্ত। সেই কারণেই হয়তো শিশুটিকে রাস্তায় ছুঁড়ে ফেলেন।’

খবর পেয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সদর হাসপাতালে যান জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ্জামান আশরাফ।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরমান হোসেন বলেন, ‘হাসপাতাল আনার আগেই শিশুটি মারা গেছে।’

এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘খবর পেয়ে রহিমকে আটক করা হয়েছে। তিনি এখন থানা হেফাজতে রয়েছেন। তবে, পরিবার থেকে বলা হয়েছে রহিম মানসিক বিকারগ্রস্ত। চিকিৎসকের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত তা নিশ্চিত নয়।’

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ্জামান আশরাফ গণমাধ্যমকর্মীদের বলেন, ‘ঘটনাটি খুব দুঃখজনক। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে।’