লক্ষ্মীপুরে শ্রমিক লীগের নেতাকর্মীদের মধ্যে ঈদ উপহার বিতরণ

লক্ষ্মীপুরে শ্রমিক লীগের নেতাকর্মীদের মধ্যে পাঞ্জাবি-শাড়িসহ ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা শ্রমিক লীগের আহ্বায়ক মো. মামুনুর রশিদের উদ্যোগে এসব দেওয়া হয়। এ উপলক্ষে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শ্রমিক লীগের সহসভাপতি শাহাবুদ্দিন মিয়া।
জেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক ইউছুফ পাটওয়ারীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগনেতা ইসমাইল হোসেন চৌধুরী, জহির উদ্দিন বাবর, আবদুল মালেক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনি প্রমুখ।
জানা গেছে, জেলা শ্রমিক লীগ করোনার কারণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন শাখার নেতাকর্মীকে খাদ্যসামগ্রী ও আর্থিক সহযোগিতা করেছেন। এবার ঈদে আনন্দ ভাগাভাগি করে নিতে শ্রমিক লীগনেতা মো. মামুনুর রশিদ নিজ উদ্যোগে লক্ষ্মীপুর পৌরসভা, সদর থানা ও চন্দ্রগঞ্জ থানাসহ বিভিন্ন শাখার নেতাকর্মীদের পাঞ্জাবি উপহার দিয়েছেন। নারী নেত্রীদের শাড়ি উপহার দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের পরিবারের জন্যও ঈদ উপহার পাঠানো হয়েছে।