লক্ষ্মীপুরে স্ত্রী হত্যায় যুবকের যাবজ্জীবন

Looks like you've blocked notifications!
লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতে আজ সোমবার স্ত্রী নীলা হত্যায় সুমনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ছবি : এনটিভি

লক্ষ্মীপুরের রামগতিতে স্ত্রী নীলা আক্তারকে শ্বাসরোধ করে হত্যার দায়ে সুমন উদ্দিন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার (৬ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট জসিম উদ্দিন।

স্ত্রী নীলা আক্তার হত্যায় দণ্ডপ্রাপ্ত সুমন উদ্দিনের বাড়ি রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা যাওয়ার জন্য বাস ভাড়া চাওয়ায় সুমনের সঙ্গে স্ত্রী নীলার সঙ্গে ঝগড়া হয়। এ নিয়ে সুমন তাকে মারধর করেন। এরপর ঘুমের মধ্যে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন সুমন। পরে মরদেহ ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে স্ত্রী নীলা আত্মহত্যা করেছে বলে প্রচারণা চালান তিনি। ঘটনার পরদিন ভুক্তভোগীর ভাই মাহবুব মিয়া রামগতি থানায় মামলা করেন। ওইদিনই আসামি সুমনকে গ্রেপ্তার করে পুলিশ।