লক্ষ্মীপুরে ৫ দফা দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ

Looks like you've blocked notifications!
লক্ষ্মীপুরে পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীরা আজ বৃহস্পতিবার জেলা কালেক্টরেট ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। ছবি : এনটিভি

লক্ষ্মীপুরে পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা কালেক্টরেট ভবনের সামনে জেলা সরকারি কর্মচারী পরিষদের উদ্যোগে এ সমাবেশ হয়। দ্রুত দাবি মানা না হলে বড় ধরনের আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তাঁরা।

দাবিগুলোর মধ্যে রয়েছে—৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান, নবম পে-স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন, টাইমস্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, ন্যায্য মূল্যে রেশন প্রথা চালু ও সচিবালয়ের মতো পদবি পরিবর্তন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম,  যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন কবির, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান ও প্রচার সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ন্যায্য দাবি আদায়ে আমরা আন্দোলন করে যাচ্ছি। সরকার যেন আমাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করে। তা না হলে কেন্দ্রীয় নির্দেশনায় আমরা আরও বড় ধরনের আন্দোলনে মাঠে নামব।