লঘুচাপে মোংলা বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল, পণ্য ওঠানামা বন্ধ

Looks like you've blocked notifications!
লঘুচাপে মোংলা বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল, পণ্য ওঠানামা বন্ধ । ছবি : এনটিভি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে মোংলা বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে। এদিকে টানা তিনদিনের ঝড়-বৃষ্টিতে বন্দরে অবস্থানরত আটটি বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্যবোঝাই-খালাস ও পরিবহণ সম্পূর্ণ বন্ধ রয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী ট্রাফিক ম্যানেজার সমির কুমার দত্ত আজ বৃহস্পতিবার দুপুরে জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কারণে জাহাজের কাজ বন্ধ রেখে গতকাল রাতে সব জাহাজ থেকে শ্রমিক-কর্মচারীদের নামিয়ে আনা হয়েছে। এরপর বৃষ্টিপাত অব্যাহত থাকায় আজ সকালে বন্দরে অবস্থানরত ওই সব বাণিজ্যিক জাহাজগুলোতে নতুন করে আর শ্রমিক বুকিং দেওয়া হয়নি। ফলে বন্ধ রয়েছে জাহাজের কাজ।

বন্দর ব্যবহারকারী এইচ এম দুলাল বলেন, ‘জাহাজে পণ্য খালাস বন্ধ থাকায় আমরা আর্থিক ক্ষতির মুখে পড়েছি।’

এদিকে, মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দিন বলেন, ‘বন্দরে পণ্য খালাসের অপেক্ষায় সার, জিপসাম, মেশিনারি ও কেমিক্যাল পণ্যসহ আটটি  বিদেশি জাহাজ অবস্থান করছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেসব জাহাজের কাজ বন্ধ রয়েছে। তবে এ অবস্থা কেটে গেলে পুনরায় কাজ চালু হবে।’