লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আটক ৩

Looks like you've blocked notifications!
গ্রেপ্তারের প্রতীকী ছবি

রাজধানীর গুলশান থেকে মুন অটোমোবাইলস্ প্রতিষ্ঠানের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারকচক্রের মূলহোতা হারুনুর রউফ খান মজলিস ওরফে মুনসহ (৪২) দুজনকে আটক করেছে র‌্যাব-১।

আজ বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমদ।

নোমান আহমদ বলেন, আটক হওয়া ব্যক্তিরা বহুল প্রচলিত অনলাইন শপ বিক্রয় ডটকম ও ফেসবুকের মাধ্যমে মোটরসাইকেল ও প্রাইভেটকারসহ নানা পণ্যের লোভনীয় বিজ্ঞাপন দিতেন। কিন্তু, টাকা নিয়ে আর পণ্য দিতেন না।

ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে তাদের আটক করা হয়েছে জানিয়ে নোমান আহমদ বলেন, তারা দীর্ঘদিন এ কাজ করে আসছিলেন। করোনাকালের শুরু থেকে তারা মানুষ ঠকিয়ে যাচ্ছে। এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।