লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা

Looks like you've blocked notifications!
লালমনিরহাটের পাটগ্রাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলী। ছবি : এনটিভি

লালমনিরহাটের পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলী (৬৮)  দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন। গতকাল শুক্রবার (২০ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে পায়ে হেঁটে বাজার থেকে পাটগ্রাম পৌর শহরের নিউ পূর্ব পাড়ার (পোস্ট অফিস পাড়া) বাড়িতে ফিরছিলেন ওয়াজেদ আলী। এ সময় বাড়ির কাছে এলে দুর্বৃত্তরা পথরোধ করে তাকে কোপাতে শুরু করে। এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওয়াজিদ আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত এম ওয়াজেদ আলী পাটগ্রাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। এছাড়া তিনি জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ছিলেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানিয়েছেন, পুলিশ গুরুত্বের সাথে ঘটনার তদন্ত শুরু করেছে।