লিফলেট বিতরণকালে জেলা ছাত্রদল সভাপতিসহ আটক ৫

Looks like you've blocked notifications!
মৌলভীবাজারে সিলেট বিভাগীয় গণসমাবেশের লিফলেট বিতরণ ও প্রচারণার সময় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ছবি : এনটিভি

আগামী ১৯ নভেম্বর সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশের লিফলেট বিতরণ ও প্রচারণার সময় জেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল মিয়াসহ ছাত্রদলের চার ও স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করেছে পুলিশ।

আজ রোববার দুপুরের মৌলভীবাজার শহরের চৌমহনা এলাকা থেকে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের এই নেতাদের আটক করা হয়।

আটক হওয়া নেতারা হলেন জেলা ছাত্রদল সভাপতি মো. রুবেল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সাব্বির আহমদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির আহমদ শাফিন, ছাত্রদলকর্মী শাকিল মিয়া।

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান সাংবাদিকদের বলেন, গণসমাবেশের প্রচারণা ও লিফলেট বিতরণ কি কোনো অপরাধ। এটা পুলিশের স্বেচ্ছারিতার চরম বহিঃপ্রকাশ। সরকারের স্বৈরাচারি নিচুস্তরের ও নিন্দনীয় মনোভাবের বহিঃপ্রকাশ।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক সাংবাদিকদের জানান, এ বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না। অভিযান চলছে, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।