লোকালয়ের গাছ থেকে অজগর উদ্ধার

Looks like you've blocked notifications!
সুন্দরবন সংলগ্ন লোকালয়ের গেওয়া গাছ থেকে এই অজগর সাপটি উদ্ধার করে পুনরায় সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। ছবি : এনটিভি

সুন্দরবন সংলগ্ন লোকালয়ের গেওয়া গাছ থেকে একটি অজগর সাপ উদ্ধার করে পুনরায় সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

সাপটি সুন্দরবন থেকে জোয়ারে কিংবা মাছের পেছনে ছুটে লোকালয়ে চলে আসে বলে জানায় বনবিভাগ। আজ বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে অজগর সাপ উদ্ধার করে বন বিভাগ।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে মোংলার চিলা বাজার এলাকার পশুর নদের পাড়ে একটি গেওয়া গাছে অজগর সাপটি দেখতে পান বনবিভাগের স্বেচ্ছাসেবী সংগঠন সিপিজির (কমিউনিটি পেট্রলিং গ্রুপ) সদস্য ও জেলে মো. গফুর। এরপর তিনি স্থানীয় লোকজন সঙ্গে নিয়ে সাপটি ধরে আটকে রেখে তাঁদের খবর দেন। খবর পেয়ে সন্ধ্যা সোয়া ৭টার দিকে সিপিজি সদস্য ও জেলে গফুরের কাছ থেকে সাপটি উদ্ধার করে রাত সাড়ে ৮টার দিকে বনের করমজল এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে।

মো. আজাদ কবির বলেন, ‘চার ফুট লম্বা অজগরটির ওজন  দুই কেজি এবং বয়স দেড় বছর। অজগর সাধারণত নদীর পাড়ের উঁচু জায়গায় ডিম দিয়ে থাকে। এরপর বাচ্ছা ফুটলে বনের ভিতরে বিচরণ করে থাকে। সে সময় জোয়ারের পানির টানে ও মাছের পিছু নিয়ে কিছু কিছু সাপ লোকালয়ে চলে আসে। সাপটি লোকালয়ে দেখামাত্র আমাদের খবর দিলে আমরা এসে তা উদ্ধার করে পুনরায় সুন্দরবনে ফিরিয়ে দিয়ে থাকি।’

বন কর্মকর্তা আজাদ কবির আরও বলেন, ‘এখন মানুষের মধ্যে ব্যাপক সচেতনতার সৃষ্টি হয়েছে। আগে সাপ কিংবা বন্যপ্রাণী লোকালয়ে এলে লোকজন পিটিয়ে মেরে ফেলত। এখন দেখামাত্র তা উদ্ধার করে কিংবা দেখে আমাদের জানিয়ে থাকে। যার ফলে লোকালয়ে আসা বন্যপ্রাণী মারা যাওয়ার সংখ্যাও কমে গেছে।’