লোহাগাড়ায় অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ২

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় এক যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে সিএনজিচালিত অটোরিকশা চালকসহ দুজনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে অপহৃত যুবককে উদ্ধার এবং দুই অপহরণকারীকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন উপজেলার পদুয়া ইউনিয়নের নিজতালুক এলাকার মুহাম্মদ ইমরান (২০) এবং সাতকানিয়া উপজেলার ছদাহা নুনু চৌধুরী বাড়ি এলাকার মুহাম্মদ জমির উদ্দিন (২৩)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার পদুয়া ইউনিয়নের হদ্দলিপাড়া এলাকার মুহাম্মদ আলাউদ্দিন চট্টগ্রাম শহরে ছোট্ট একটি চাকরি করেন। তিনি গতকাল শুক্রবার মাগরিবের সময় পদুয়া বাজার থেকে পায়ে হেঁটে বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সিকদার দিঘীরপাড় এলাকায় পৌঁছালে ছয়জনের একটি দল জোর করে তাকে অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে অপহরণকারীরা তার কাছ থেকে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর ভিকটিমের স্ত্রী তার স্বামীকে অপরহণের বিষয়টি লোহাগাড়া থানা পুলিশকে জানান। পরে একই দিন রাত ১১টার দিকে অটোচালকসহ দুজন অপহরণকারীকে আটক করে। আরও চারজন পালিয়ে যায়। এ সময় একটি অটোরিকশা জব্দ ও ভিকটিম যুবককে উদ্ধার করা হয়।
ওসি জাকের হোসাইন মাহমুদ বলেন, ‘যুবককে অপহরণের খবর পাওয়ার পরই পুলিশ অভিযানে নামে। এ কারণে মূলত অপহরণকারীদের গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার সম্ভব হয়েছে।’
এ ঘটনায় থানায় অপরহণ ও চাঁদাবজি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ওসি জাকের হোসাইন মাহমুদ।