লোহাগড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

Looks like you've blocked notifications!

নড়াইলের লোহাগড়া উপজেলার তালবাড়িয়া বাজারে পুলিশের ওপর হামলা চালিয়ে নারী ও শিশু অপহরণ মামলার এক আসামিকে ছিনতাই করে নিয়ে গেছে আসামির লোকজন। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার। পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আরমান সরদার নামের একজনকে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল লোহাগড়ার তালবাড়িয়া গ্রামে নারী ও শিশু অপহরণ মামলার আসামি ভেন্ডার জাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। গাড়িতে ওঠানোর সময় দায়িত্বরত পুলিশের ওপর হামলা চালিয়ে জাহিদকে ছিনিয়ে নেয় তার লোকজন। এ সময় জাহিদের পক্ষের লোকজনের হামলায় লোহাগড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) তুহিন, এএসআই কবির, কনস্টেবল সাইফুল, জয়কুমার ও রাকিবুল গুরুতর আহত হন। আহত পুলিশ সদস্যদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের ধরতে জোর তৎপরতা চালানো হচ্ছে। পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়া ও হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।