লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ চিকিৎসকসহ পাঁচজনের করোনা শনাক্ত

Looks like you've blocked notifications!

নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চারজন চিকিৎসক ও একজন স্টাফসহ মোট পাঁচজনের করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে।

 

জেলা সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন এ তথ্য জানিয়ে বলেন, মঙ্গলবার আটজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছিল। আজ বুধবার সকাল ৮টার দিকে নমুনার ফল পাওয়া গেছে। এর মধ্যে পাঁচজনের নমুনা পজিটিভ এসেছে। এ নিয়ে লোহাগড়া উপজেলায় মোট ছয়জনের করোনা শনাক্ত হলো।

এর মধ্যে প্রথম করোনা আক্রান্ত লোহাগড়া উপজেলার পারছাতরা সৈয়দ সুজনকে মঙ্গলবার সুস্থ ঘোষণা করেছিল জেলা স্বাস্থ্য বিভাগ।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চারজন চিকিৎসকসহ পাঁচজনের করোনা শনাক্ত হওয়ায় লোহাগড়া উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা।