শখের মোটরসাইকেল কাল হলো এসএসসি পরীক্ষার্থীর

Looks like you've blocked notifications!
নড়াইল সদর হাসপাতাল। ছবি : এনটিভি

এসএসসি পরীক্ষার্থী এম এ হাকিমকে (১৬) গত রোববার মোটরসাইকেল কিনে দিয়েছিলেন তার বাবা। কিন্তু, শখের এ মোটরসাইকেলই কাল হলো তার। মোটরসাইকেল কেনার পরদিন বন্ধুদের নিয়ে বের হয়ে ট্রাকচাপায় প্রাণ গেল এই কিশোরের।

এ ছাড়া আহত হয়েছে হাকিমের দুই বন্ধুও। নড়াইল সদর উপজেলার নলদীরচর এলাকায় গতকাল সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাকিম সদর উপজেলার গোবরা পার্বতী বিদ্যাপীঠের এসএসসি পরীক্ষার্থী ছিল। সে সদরের ভদ্রবিলা ইউনিয়নের ছাগলছিড়া গ্রামের মফিজুর মোল্যার ছেলে।

দুর্ঘটনায় আহত দুজন হলো—পার্বতী বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক জহর উদ্দিন আহমেদের ছেলে এসএসসি পরীক্ষার্থী জুবায়ের আহমেদ এবং তাদের আরও এক বন্ধু।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনার মাত্র একদিন আগে গত রোববার হাকিমকে তাঁর বাবা নতুন মোটরসাইকেল কিনে দেন। ওই মোটরসাইকেলে করে হাকিম গতকাল সোমবার বিকেলে তার বন্ধুদের নিয়ে গোবরা থেকে আগদিয়া এলাকায় যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত হাকিমের দুই বন্ধুর একজন নড়াইল সদর হাসপাতালে ও অপরজন খুলনার হাসপাতালে চিকিৎসাধীন।

নড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) পরিদর্শক মাহমুদুর রহমান জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে, চালক পালিয়ে গেছেন।