শরীয়তপুরে এনটিভির কম্বল বিতরণ

Looks like you've blocked notifications!
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নদীভাঙন কবলিত এলাকায় অসহায় ও দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করেছে এনটিভি। ছবি : এনটিভি

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নদীভাঙন কবলিত এলাকায় অসহায় ও দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করেছে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। শীত উপহার পেয়ে এনটিভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওই এলাকার জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ।

শীতে জর্জরিত দেশের বিভিন্ন এলাকার জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে ছিন্নমূল ও নদীতীরের মানুষ। এক টুকরো গরম কাপড়ের অভাবে পোহাতে হচ্ছে নিদারুণ কষ্ট। তাই, এসব অসহায় মানুষের সাহায্যে এগিয়ে এসেছে এনটিভি। শরীয়তপুরে নদীভাঙন কবলিত এলাকায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শীত নিবারণের কম্বল পেয়ে খুশি অসহায় মানুষগুলো।

এনটিভির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

শরীয়তপুরের নড়িয়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, ‘শীতে সাধারণ, গরীব, অসহায় মানুষের মধ্যে যে কম্বল বিতরণ করা হচ্ছে, এজন্য আমি তাদের অশেষ ধন্যবাদ জানাই।’

নড়িয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু জাফর শেখ বলেন, ‘শীতবস্ত্র কম্বল দিয়ে গরীব ও দুস্থ মানুষকে উপকৃত করেছে, এজন্য আমরা সবাই নড়িয়া পৌরসভার পক্ষ থেকে এনটিভি পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি।’

সামাজিক দায়বদ্ধতা থেকে এনটিভি সব সময় মানুষের পাশে থাকবে বলে আশা সচেতন নাগরিক সমাজের।