শরীয়তপুরে হাসপাতালে রোগীকে মারধরের ভিডিও ভাইরাল

Looks like you've blocked notifications!
রোগীকে মারধর করলেন চিকিৎসক। ভাইরাল ভিডিও থেকে সংগৃহীত ছবি

শরীয়তপুর সদর হাসপাতালে সেবা নিতে এসে চিকিৎসকের মারধরের শিকার হয়েছেন এক রোগী। আজ রোববার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আকরাম এলাহীর কাছে চিকিৎসা নিতে আসা এক রোগী তাঁর পা ধরার চেষ্টা করছেন। ভিডিওতে ওই রোগীকে মারতেও দেখা যায়। তবে, ওই রোগীর সন্ধান পাওয়া যায়নি।

এ ব্যাপারে শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আকরাম এলাহী বলেন, ‘চিকিৎসা নিতে আসা ওই ব্যক্তি আমার অ্যাসিস্ট্যান্টের গায়ে হাত তোলে এবং তাঁকে মারধর করে। পরে বিষয়টি নিয়ে ওই রোগীর সঙ্গে কথা বলার সময় ওই ব্যক্তি আমার পা ধরলে আমি তাকে পা ছাড়ানোর চেষ্টা করেছি।’

ডা. আকরাম এলাহীর পিয়ন আতাউর বলেন, ‘আমি অসুস্থ মানুষ। ওই লোক আমার বুকের ওপরে থাপ্পর মেরেছে। এর পরও আমি কিছুই বলিনি, শুধু স্যারের কাছে বলেছি।’

এ ব্যাপারে শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস সোবহান বলেন, ‘এই ঘটনায়  ওই রোগী কোনো অভিযোগ করেননি, বিষয়টি তাঁরা নিজেরাই মীমাংসা করেছেন।’