শাওনের মৃত্যুতে কিশোরগঞ্জে প্রতিবাদ, পুলিশি বাধার অভিযোগ

Looks like you've blocked notifications!
শহিদুল ইসলাম শাওনের মৃত্যুতে কিশোরগঞ্জে জেলা যুবদলের প্রতিবাদ সমাবেশ। ছবি : সংগৃহীত

যুবদলনেতা শহিদুল ইসলাম শাওনের মৃত্যুতে কিশোরগঞ্জে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবদল আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে পুলিশি বাধার অভিযোগ উঠেছে। যদিও শেষ পর্যন্ত এই সমাবেশ শেষ করতে পেরেছে বলে জানিয়েছে যুবদল।

মুন্সীগঞ্জে পুলিশ ও বিএনপির সংঘর্ষের মধ্যে গুলিতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় যুবদলনেতা শাওনের মৃত্যু হয়। এর প্রতিবাদে জেলা যুবদল শহরের স্টেশন রোডে বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে।

অভিযোগসূত্রে জানা যায়, সমাবেশ চলাকালে পুলিশ একাধিকবার যুবদলের ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ।

কর্মসূচিতে জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি মোশতাক আহমেদ শাহিন, সহসভাপতি মনিরুজ্জামান মিয়া, সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান পার্নেল, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহ আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।