শাবিপ্রবিতে পুলিশের ‘হামলা’ : প্রমাণ হলে ব্যবস্থা নেবে সদর দপ্তর

Looks like you've blocked notifications!
রাজারবাগের পুলিশ অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে কথা বলছেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. হায়দার আলী খান। ছবি : এনটিভি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ ‘হামলা’ চালিয়েছিল। লাঠিচার্জ থেকে শুরু করে সাউন্ড গ্রেনেডসহ নানান উপায় অবলম্বন করে পুলিশ শিক্ষার্থীদের নিবৃত্ত করার চেষ্টা করে বলে শিক্ষার্থীদের অভিযোগ। পুলিশের বিরুদ্ধে এ অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

আজ বুধবার সন্ধ্যায় পুলিশ সপ্তাহ-২২ উপলক্ষে রাজারবাগের পুলিশ অডিটরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি (অপারেশন্স মিডিয়া অ্যান্ড প্লানিং) মো. হায়দার আলী খান।

শাবিপ্রবির শিক্ষার্থীদের যেসব অভিযোগ, তার মধ্যে একটি হলো পুলিশের বিরুদ্ধে, সে ব্যাপারে বিভাগীয় কোনো তদন্ত হচ্ছে কি না কিংবা কোনো ব্যবস্থা নেওযা হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে মো. হায়দার আলী খান বলেন, ‘সামনে যদি পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক পাঁচ শিক্ষার্থীকে ওই বিশ্বদিল্যায়ের আন্দোলনে অর্থ সহায়তা দেওয়ার অভিযোগে গত সোমবার আটক করা হয়েছিল। আন্দোলনে অর্থ দেওয়া অপরাধ কি না। যদি অপরাধ হয়ে থাকে জাফর ইবকাল স্যারও আজকে তাদের অর্থ দিয়েছে, তাঁকে আটক করা হবে কি না এমন প্রশ্নে মো. হায়দার আলী খান বলেন, ‘এটি তদন্তের বিষয়। তদন্ত করে যদি কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়, সেটি অবশ্যই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন কার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে, কার বিরুদ্ধে অভিযোগ নাই; সেটি অগ্রিম বলার কোনো সুযোগ নেই।’

হায়দার আলী আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কোনো বিষয়ে কিন্তু পুলিশ হস্তক্ষেপ করে না। এটা বিশ্ববিদ্যালয় অথবা সরকারের সংশ্লিষ্ট যে বিভাগ আছে, তাদের বিষয়। এখানে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকে। সেটিও কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আমন্ত্রণেই পুলিশ সেখানে যায়।’