শারদীয় দুর্গাপূজার আজ মহাসপ্তমী, নেত্রকোনায় নানা আয়োজন

Looks like you've blocked notifications!
নেত্রকোনায় দুর্গাপূজা। ছবি এনটিভি।

শারদীয় দুর্গাপূজার আজ মহাসপ্তমী। নেত্রকোনায় মহাসপ্তমীতে সকাল থেকে মণ্ডপে মণ্ডপে শঙ্খ, ঢাকের বাদ্য, উলুধ্বনি আর বৈদিক মন্ত্র পাঠের মাধ্যমে নবপত্রিকা স্থাপন, মহাস্থান, চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা ও ষোড়শ উপাচারসহ পূজা-অর্চনা শুরু হয়েছে।

দুর্গাপূজার পরিবার পূজার মধ্য দিয়ে ভক্তরা দেবী দুর্গার চরণে অঞ্জলি নিবেদন পূজা শেষে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হবে সপ্তমীপূজার আয়োজন।

এ বছর নেত্রকোনা জেলায় ব্যক্তিগতসহ স্থায়ী ও অস্থায়ী সার্বজনীন ৫২৩টি পূজা মন্দির ও মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে বলে জানান জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন পন্ডিত।

পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ জানান, নেত্রকোনায় প্রতিবছরের মতো এ বছরও জেলা পুলিশ প্রতিটি পূজা মণ্ডপে প্রতিমা তৈরী ও বিসর্জন পর্যন্ত অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সি সি ক্যামেরা স্থাপনসহ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।