শাহ্জালাল বিমানবন্দরে পাঁচটি স্বর্ণের বার ও পঞ্চাশটি চেইন উদ্ধার

Looks like you've blocked notifications!
প্রতীকী ছবি

শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচটি সোনার বার ও ৫০টি চেইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সালেকুজ্জামান নামে ওই ব্যক্তি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) গাড়িচালক। আজ শুক্রবার (১৪ এপ্রিল) কাস্টমসের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার চলাফেরা ও আচরণ দেখে সন্দেহ করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পরে তাকে গ্রেপ্তার করে।

বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেন।

মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘ওই গাড়িচালক বিমানবন্দরের ২১ নম্বর গেইট ব্যবহার করে টার্মিনালের ভেতরে প্রবেশ করেন। এরপর ১ নম্বর লাগেজ বেল্টের টয়লেট থেকে স্বর্ণের বার ও চেইনগুলো সংগ্রহ করেন। এসব সোনা নিয়ে তিনি কাস্টমসের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার চলাফেরা ও আচরণ দেখে এপিবিএনের গোয়েন্দা দলের সন্দেহ হয়। পরে গ্রিন চ্যানেল পেরিয়ে বের হয়ে যাওয়ার সময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য এপিবিএন অফিসে নিয়ে যাওয়া হয়।’

জিয়াউল বলেন, ‘অফিসে এনে জিজ্ঞাসাবাদ করা হলে প্রথমে অস্বীকার করলেও পরে স্বর্ণ চোরাচালানের কথা স্বীকার করেন গাড়িচালক সালেকুজ্জামান। এরপর তার শরীর তল্লাশির শুরু করলে তিনি নিজ হাতেই স্বর্ণের প্যাকেটগুলো বের করে দেন।’

স্বর্ণের বারগুলো কালো স্কচটেপে এবং চেইনগুলো সাদা স্কচটেপে মোড়ানো ছিল। প্রতিটি ৯৯.৯৬ গ্রাম করে পাঁচটি বারের ওজন প্রায় আধা কেজি এবং চেইন ও ব্রেসলেটের ওজন ৩২৩ দশমিক ৯০ গ্রাম। সব মিলিয়ে তার কাছ থেকে পাওয়া স্বর্ণের বাজার মূল্য প্রায় ৮২ লাখ টাকা বলে জানান তিনি।