শাহ আমানতে দুবাইফেরত যাত্রীর কাছ থেকে স্বর্ণ উদ্ধার

Looks like you've blocked notifications!
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম। ছবি : এনটিভি

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে এক কেজি স্বর্ণ ও বিপুল অবৈধসামগ্রী জব্দ করেছে কাস্টমসের শুল্ক গোয়েন্দা। এসব সামগ্রীর আনুমানিক মূল্য ১ কোটি টাকা বলে জানায় কাস্টমস কর্তৃপক্ষ।

দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটের যাত্রী মিজানুর রহমানের কাছ থেকে বৃহস্পতিবার সকালে স্বর্ণের বার, মোবাইলসহ বিভিন্ন সামগ্রী উদ্বার করা হয়। যাত্রীর ব্যাগেজ থেকে বিদেশি মদ, বিয়ার, সিগারেটসহ বিপুল মোবাইল এক্সেসরিজ জব্দ করা হয়। উদ্বারকৃত সামগ্রীর মধ্যে স্বর্ণের বার ৬টি, স্বর্ণের চুরি ১২টি, স্বর্ণের লকেট ১২টি ও অত্যাধুনিক ১৯টি আই ফোন রয়েছে।

চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার মো. নেয়ামুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের পর মিজানুর রহমানকে আটক করে স্বর্ণের বারসহ নানা সামগ্রী জব্দ করা হয়। এসব স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা।