শাহ মোয়াজ্জেম বাংলাদেশের ইতিহাসের অংশ : ড. মোশাররফ

Looks like you've blocked notifications!
শাহ মোয়াজ্জেম হোসেনের রুহের মাগফিরাত উপলক্ষে দোয়া মাহফিল। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শাহ মোয়াজ্জেম হোসেন ছিলেন বাংলাদেশের ইতিহাসের অংশ। ছাত্র রাজনীতির এক কিংবদন্তি ছিলেন তিনি। 

আজ শুক্রবার আসরের পর গুলশানের বাসভবনে শাহ মোয়াজ্জেম হোসেনের কুলখানি অনুষ্ঠানে খন্দকার মোশাররফ এসব কথা বলেন।

ড. মোশাররফ বলেন, ‘বাংলাদেশের স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনের সংগঠক শাহ মোয়াজ্জেম হোসেনের মৃত্যুতে একটি ইতিহাসের সমাপ্তি হলো।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক মন্ত্রী এহসানুল হক মিলন, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবিব লিংকন, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, মহাসচিব মোস্তফিজুর রহমান মোস্তফা, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া,  এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা,  প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ফরিদ হোসেন ভূঁইয়া, জাতীয় পার্টির সাবেক অতিরিক্ত মহাসচিব মো. আনোয়ার হোসেন, প্রেসিডিয়াম সদস্য আবদুস সবুর আসুদ, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু।

আরও উপস্থিত ছিলেন মিয়া মো. আনোয়ার হোসেন, কৃষক দলের সাবেক নেতা শাহজাহান মিয়া সম্রাট, জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, মরহুম নেতার সহকর্মী এইচ এম সাইফ আলী খান প্রমুখ।