শিক্ষককে জুতার মালা পরানোর ঘটনা দুঃখজনক : স্বরাষ্ট্রমন্ত্রী

Looks like you've blocked notifications!
সচিবালয়ে আজ বুধবার নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি : এনটিভি

নড়াইলে একজন শিক্ষককের গলায় জুতার মালা পরানোর ঘটনাকে দুঃখজনক ও অনভিপ্রেত উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, একজন শিক্ষককে জুতার মালা পরানোর ঘটনা সত্যিকার অর্থেই দুঃখজনক। এ ঘটনায় কারো অবহেলা থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

সাভারে অপর একজন শিক্ষককে ছাত্রের হাতে নিহত ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা আমাদের শিক্ষা দেন তাদের যদি ছাত্র হত্যা করে- তাহলে আমাদের কতখানি নৈতিক অবক্ষয় হয়েছে, তা আসলেই চিন্তার বিষয়। এ ঘটনায় অভিযুক্ত ছাত্রকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।

আজ বুধবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্র বলেন, নড়াইলে একজন অধ্যক্ষকে জুতার মালা পরানোর ঘটনায় কার কতটুকু গাফিলতি তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আমরা সত্যিই দুঃখিত। এ ধরনের একজন শিক্ষককে জুতার মালা পরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। আমাদের ডিসি-এসপি তাৎক্ষণিকভাবে যে ব্যবস্থা নিয়েছিলেন, সেখানে এত মানুষের উত্তেজনা হয়েছিল আমরা যা শুনেছি। সেখানকার ঘটনা আমরা খতিয়ে দেখছি।