শিক্ষককে পিটিয়ে হত্যা : ৫ দিন পর খুলেছে আশুলিয়ার সেই শিক্ষাপ্রতিষ্ঠান

Looks like you've blocked notifications!
হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা জেলা পুলিশ সুপারের মতবিনিময়। ছবি : এনটিভি

পাঁচ দিন বন্ধ থাকার পর সাভারের আশুলিয়ার হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজ আজ শনিবার খুলছে। শিক্ষার্থীদের আতঙ্ক কাটিয়ে স্বস্তি ফেরাতে বাড়ানো হয়েছে পুলিশ টহল। তবে, তা সত্ত্বেও ভীতি কাটেনি।

হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবক মহলে বিরাজ করছে ক্ষোভ আর আতঙ্ক।

শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ সাইফুল হাসান বলেছেন, জিতু ও তার বাবার রিমান্ডে থাকলেও আতঙ্কে রয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শী শিক্ষক ও শিক্ষার্থীরা। কারণ, জিতুর অনুসারীরাদের কেউ এখনও ধরা পড়েনি।

অনৈতিক কাজে বাধা দেওয়ার জেরে গত ২৫ জুন দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে শিক্ষক উৎপল কুমার সরকারের ওপর অতর্কিত হামলা চালিয়ে ক্রিকেটের স্টাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র জিতু (১৯)।

চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যান উৎপল কুমার সরকার। এ ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিক্ষাপ্রতিষ্ঠানটিতে শিক্ষাকার্যক্রম বন্ধ রেখে আন্দোলনে নামেন শিক্ষার্থী ও শিক্ষকেরা।

গতকাল ঢাকা জেলা পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় সভায় নিরাপত্তার আশ্বাস পেয়ে শিক্ষার্থীদের নিয়ে ক্লাসে ফেরার ঘোষণা দেন শিক্ষকেরা।

অধ্যক্ষ সাইফুল হাসান জানান, ‘প্রধান আসামি জিতু রিমান্ডে থাকলেও তার সহযোগীরা এখনও চিহ্নিত হয়নি। তাদের নিয়েই আতঙ্কে সবাই। বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে বখাটেদের আড্ডাসহ সামগ্রিক বিষয়গুলো প্রশাসনকে জানানো হয়েছে। তাদের দেওয়া নিরাপত্তার আশ্বাসেই আমরা ক্লাসে ফিরেছি।’

এদিকে, শিক্ষক উৎপল কুমারকে হত্যার ঘটনায় প্রধান আসামি আশরাফুল ইসলাম জিতুকে বহিষ্কার করেছে শিক্ষাপ্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।